১৫ আগস্ট, ২০২২ ০৬:৩০

কিমকে পুতিনের চিঠি: কী লেখা আছে?

অনলাইন ডেস্ক

কিমকে পুতিনের চিঠি: কী লেখা আছে?

কিম জং উন ও ভ্লাদিমির পুতিন।-ফাইল ছবি

সদ্যই করোনার বিরুদ্ধে নিজেদের জয়ী ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। অন্য দিকে ইউক্রেন অভিযানের সাথে বিশ্ব নিষেধাজ্ঞা ও সমালোচনাও সমানতালে সামলে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনে সেনা অভিযানের শুরু থেকেই রাশিয়ার প্রতি সমর্থন জানিয়ে আসছে কিমের পিয়ংইয়ং।

রাশিয়ার প্রেসিডেন্টও এবার কিমকে চিঠি লিখেছেন। আর সেই চিঠিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার কথা দিয়েছেন পুতিন। এমন খবরই দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। 

কোরীয় উপদ্বীপের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উত্তর কোরিয়ার সাথে একযোগে কাজ করার কথাও ওই চিঠিতে উল্লেখ করেছেন পুতিন, এমন দাবিই করেছে উত্তরের রাষ্ট্রীয় গণমাধ্যম।

সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর