রাশিয়ার সাথে শান্তি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আগেই তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার মাস্ককে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরের আহ্বান জানালেন তিনি।
অক্টোবর মাসে এক টুইটারে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের সাথে রাশিয়ার এক শান্তি চুক্তির প্রস্তাব দেন। সেখানে তিনি ক্রিমিয়াকে রুশ অঞ্চল বলে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও দেন।
বুধবার নিউইয়র্ক টাইমসের একটি আয়োজনে এ বিষয়ে আবারও ইলন মাস্কের নিন্দা করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমার মনে হয় তিনি কারও ধারা প্রভাবিত হয়েছেন।’ ‘আপনি (মাস্ক) যদি রাশিয়া কী করেছেন বুঝতে চান তবে আপনাকে ইউক্রেনে আসতে হবে এবং নিজের চোখেই আপনাকে দেখতে হবে।’
জেলেনস্কি আরও বলেন, ‘এরপর আপনি বলবেন কী করে যুদ্ধ শেষ করা যায়, কে এটা শুরু করেছে আর কেইবা এটা শেষ করতে পারে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, পুতিন ক্ষমতায় থাকা পর্যন্ত তিনি রাশিয়ার সাথে সমঝোতায় যাবেন না।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল