ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা সুখবিন্দর সুখু। চার বারের বিধায়ক সুখু রাজ্যটির ১৫তম মুখ্যমন্ত্রী।
রবিবার দুপুর ১.৩০ নাগাদ শিমলার ঐতিহাসিক রিজ ময়দানে খোলা আকাশের নিচে তিনি শপথ গ্রহণ করেন। ৫৮ বছর বয়সী সুখুকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।
এর আগে শনিবার দলের বিধান পরিষদীয় বৈঠকে রাজ্যটির সাবেক বিরোধী দলনেতা সুখুকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়।
আইনের স্নাতক সুখু 'একটি পরিচ্ছন্ন ও সৎ সরকারের প্রতিশ্রুতি দিয়ে বলেন, "আমাদের দল জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করাই আমার দায়িত্ব। আমরা শুধু ক্ষমতায় থাকার জন্য নয়, ক্ষমতা সুরক্ষিত করতে চেয়েছিলাম। আমরা ব্যবস্থার পরিবর্তন চাই। এজন্য আমাকে কিছু সময় দিতে হবে। একটি নতুন ব্যবস্থা এবং নতুন চিন্তাভাবনা আনতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, সংগ্রাম করতে হবে।"
উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দলটির আরেক সিনিয়র নেতা মুকেশ অগ্নিহোত্রি। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা, দলের সভাপতি মল্লিকার্জুন জন্য খারগে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট, সাবেক কেন্দ্রীয় নেতা আনন্দ শর্মা হরিয়ানার হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুদা সহ দলের শীর্ষ নেতারা।
গত ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ৬৮ আসনে। গত ৮ ডিসেম্বর ছিল তার গণনা। এর মধ্যে কংগ্রেস ৪০ আসনে জয় পায়, অন্যদিকে সাবেক ক্ষমতাসীন দল বিজেপি জয় পায় ২৫ আসনে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন