জন্মনিয়ন্ত্রণ করতে চায় কিন্তু অর্থের অভাবে করতে পারছে না এমন ব্যক্তিদের জন্য বিনামূল্যে কনডম দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এ সুবিধার আওতায় আসবে। বিনামূল্যে ফার্মেসি থেকে তারা কনডম নিতে পারবে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতেই এ উদ্যোগ নিয়েছে ফরাসি সরকার। খবর দ্য গার্ডিয়ানের।
বিনামূল্যে কনডম সরবরাহের বিষয়টিকে গর্ভনিরোধে ‘ছোট্ট বিপ্লব’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সে ২৫ এর নিচে সব নারীর জন্য বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের প্রস্তাব দিয়েছে সরকার। আগে এ বয়সসীমা ছিল ১৮।
যৌনশিক্ষার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমরা এখনো এ বিষয়ে অগ্রগতি করতে পারিনি। আমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে আমাদের আরও ভালো উদ্যোগ নিতে হবে’।