ব্রাজিলের পুলিশের সদর দফতর আক্রমণের চেষ্টার অভিযোগ উঠেছে জেইর বলসোনারোর সমর্থকদের বিরুদ্ধে। এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে সামান্য ব্যবধানে হেরে যান বলসোনারো। তার সমর্থকরা কিছুই এমন পরাজয় মানতে পারছেন না। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সড়ক দখল করে বিক্ষোভ করেছিলেন তারা। এবার তাদের বিরুদ্ধে ব্রাসিলিয়ায় অবস্থিত পুলিশের সদর দফতর আক্রমণ চেষ্টার অভিযোগ রয়েছে।
বলসোনারোর সমর্থক এক আদিবাসী নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করছেন বলসোনারোর সমর্থকরা। হোসে অ্যাকাসিও সেরে জাভান্তে নামের ওই নেতার বিরুদ্ধে অগণতান্ত্রিক কাজ করার অভিযোগ রয়েছে। সোমবার তাকে গ্রেফতারের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরেস। বলসোনারো ও তার মিত্রদের বিষয়ে তদন্তও করছেন তিনি। একই দিন লুলার জয়কেও সত্যয়ন করেছেন কেন্দ্রীয় নির্বাচনী আদালত। আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন লুলা।
টেলিভিশনে দেখানো ছবি ও পুলিশের ভিডিওতে দেখা গেছে, জাতীয় ফুটবল দলের হলুদ রঙের জার্সি পরে বলসোনারোর সমর্থকরা লাঠি হাতে ছুটছেন। আরকেটি ভিডিওতে দেখা যায়, ব্রাসিলিয়ার একটি সেতু থেকে একটি বাসকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তারা।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা