চলতি মাসেই বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
রুশ বিজনেস পত্রিকা ‘দৈনিক ভেদোমোস্তি’র বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ও চীনা নেতা চলতি মাসের শেষ দিকে বৈঠক বসবেন। এ সময় তারা ২০২২ সালের ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদপত্রটিকে বলেছেন, বৈঠকের তারিখ ও আলোচ্যসূচি ইতোমধ্যে ঠিক করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে।
পুতিন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, দুই নেতার মধ্যে বৈঠকটি সশরীরে হওয়ার সম্ভাবনা কম। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম