কয়েক কোটি ডলার খরচ করে কয়েকশো বিমান কেনার পরিকল্পনা করেছে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সব ঠিক থাকলে ৫০০টি বিমান ক্রয় করতে পারে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, এয়ারবাস ও বোয়িংয়ের কাছে বিমানগুলির ক্রয় করতে পারে এয়ার ইন্ডিয়া।
৪০০টি ছোট বিমান ও ১০০টি বা তারও বেশি বড় আকারের বিমান ক্রয়ের কথা ভাবছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭, বোয়িং ৭৭৭-এর মতো বিমান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বিমান বরাতের জন্য চুক্তি চূড়ান্ত করার শেষ পর্যায়ের আলোচনা চলছে।
যদিও এই প্রসঙ্গে এয়ারবাস ও বোয়িংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মুখ খোলেনি টাটা গোষ্ঠীও।
প্রসঙ্গত, চলতি বছরে প্রায় সাত দশক বাদে টাটার হাতে ফিরেছে এয়ার ইন্ডিয়া। এর পর থেকেই এয়ার ইন্ডিয়াকে ঢেলে সাজানোর দিকে জোর দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা