যুক্তরাজ্য ও জার্মানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। তেহরানের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান, জার্মানির রাজনৈতিক ব্যক্তিত্বসহ ৩২ জন।
সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ব্রিটিশ এবং ইউরোপীয়ানদের বিরুদ্ধে ‘ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলেন।’ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানান তিনি।
সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ওপর দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী আচরণে সরব ছিল যুক্তরাজ্য এবং জার্মানি।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বৈঠক থেকে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্য এবং জার্মানির ৩২ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান।
বিডিপ্রতিদিন/কবিরুল