আবারও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইরানের পাইলটবিহীন বিমান তথা ড্রোন নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।
ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে- এমন অভিযোগ এনে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করল বাইডেন প্রশাসন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার ইরানের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান কুদস অ্যাভিয়েশন ইন্ড্রাস্ট্রিজের ছয় নির্বাহী ও বোর্ড সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই মন্ত্রণালয় দাবি করে, কুদস অ্যাভিয়েশন ইন্ড্রাস্ট্রিজ একটি ইরানি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান, যা মূলত ড্রোন নির্মাণের কাজে নিয়োজিত।
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে পাওয়া ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। তবে ইরান ও রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা, সিএনএন
বিডি প্রতিদিন/কালাম