অধিকৃত ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেনিনের কাছে কাবাতিয়া শহরে একটি অভিযানের সময় ইসরায়েলি সৈন্যদের তাজা গুলিবর্ষণে নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি। তারা হলেন ২৫ বছর বয়সী হাবিব কামিল এবং ১৮ বছর বয়সী আব্দুলহাদি নাজাল। নিহত অপর ব্যক্তিকে ৪১ বছর বয়সী সামির আসলান বলে শনাক্ত করেছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে, জঙ্গি হামলার পরিকল্পনার সন্দেহভাজন ফিলিস্তিনিকে গ্রেফতার করতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কাবাতিয়ায় প্রবেশ করেছে। এ অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক