রুশ সেনারা ইউক্রেনের সোলেদার শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
কয়েক সপ্তাহ যাবত হামলা পাল্টা-হামলায় লবণ খনি সমৃদ্ধ শহরটির অধিকাংশ বাড়ি-ঘর ধসে পড়েছিল।
আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনের সেনাবাহিনী সোলেদারের নিয়ন্ত্রণ হারানোর তথ্য অস্বীকার করেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্ব অঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি রয়টার্স নিউজ এজেন্সিকে টেলিফোনে বলেন, ইউক্রেনের ইউনিট এখনও সেখানে অবস্থান করছে। শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নেই। লড়াই চলছে।
এদিকে বিবিসির বিশ্লেষণধর্মী এক খবরে বলা হয়েছে, রুশ সেনারা সোলেদারের নিয়ন্ত্রণ নিতে পারলে ১০ কিলোমিটার দূরে অবস্থিত পাশের বাখমুত শহর দখল সহজ হবে। সোলেদার থেকে বাখমুতে সহজে কামান হামলা চালানো যাবে। এছাড়া সোলেদারে রয়েছে লবণ খনির অসংখ্য সুড়ঙ্গ। সেসব সুড়ঙ্গে নিরাপদে সেনা ও অস্ত্র মজুদ করা যাবে। তবে সুড়ঙ্গটি ঠিক কতটা বিস্তৃত এবং এগুলো দিয়ে ঠিক কতটা দূর যাওয়া যাবে সেটি নিশ্চিত নয়।
খবরে আরও বলা হয়েছে, সোলেদারের খনিগুলোতে রয়েছে দামি লবণ এবং জিপসাম। ফলে যে পক্ষের নিয়ন্ত্রণে খনিগুলো থাকবে সে পক্ষই সেগুলো বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ করতে পারবে। আরেকটি বিষয় হলো- রাশিয়া এখন একটি ‘প্রতীকি’ জয় চাচ্ছে। গত কয়েক মাসে ইউক্রেনের সেনাদের তীব্র হামলার জেরে বেশ কয়েকটি স্থান থেকে পিছু হটতে হয়েছে রুশ বাহিনী। এখন তাদের একটি প্রতীকি জয় প্রয়োজন।
বিডিপ্রতিদিন/কবিরুল