৩০ জানুয়ারি, ২০২৩ ১৮:৩৩

যে কারণে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

অনলাইন ডেস্ক

যে কারণে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে। ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা নিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টার মন্তব্যের পর এই তলব করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াকের টুইটেই এই ঘটনার সূত্রপাত।  ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করে হামলা করা হচ্ছে তেমন অভিযোগ কিয়েভ বহুদিন থেকে করে আসছে। এবার ইরানে সামরিক স্থাপনায় ড্রোন হামলার খবরের পর পোদোলিয়াক দুই ঘটনা এক সূত্রে গাঁথা বলেই দাবি করেছেন।

ইউক্রেন প্রেসিডেন্টের এই উপদেষ্টা লিখেছেন, ‌‌‌‘বিস্ফোরক রাত দেখল ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে।’ তিনি আরও যোগ করেন, ‘আপনাদের সতর্ক করলাম।’

যদিও রাষ্ট্রীয়ভাবে ইউক্রেন এই কথার বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি।

এই হামলার জন্য ইরান রাষ্ট্রীয়ভাবে সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইউক্রেনের এই মন্তব্যকেও ভালোভাবে নেয়নি তেহরান।

 

সূত্র: আল জাজিরা

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর