চীন এবং রাশিয়া একই ধরনের লক্ষ্য ধারণ করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এমন মন্তব্য করেন।
চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এটা সত্য যে, আমাদের উভয় দেশ একই ধরনের কিংবা সাদৃশ্যপূর্ণ লক্ষ্য ধারণ করে। নিজ নিজ দেশের উন্নয়নে আমরা একই প্রচেষ্টা অবলম্বন করি। আমাদের লক্ষ্য হাসিলে আমরা একত্রে কাজ করতে পারি, পরস্পরকে সহযোগিতা করতে পারি।’
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে, পুনরায় আমি রাশিয়ায় ভ্রমণ করতে পেরেছি।’ তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম যে দেশটিতে তিনি সফর করছেন সেটা রাশিয়া। এ সময় ‘পুতিন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন’ এমন প্রত্যাশার কথা জানান জিনপিং।
চীনের এই প্রেসিডেন্ট বলেন, আমি জানি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছর। আপনার (পুতিন) নেতৃত্বে রাশিয়ার উল্লেখ্যযোগ্য উন্নতি হয়েছে। রাশিয়ার জনগণ জোরালভাবে পুতিনকে সমর্থন দেবে বলে এ মন্তব্য করেন তিনি। শি জিনপিং বলেন, চীন-রাশিয়ার সম্পর্ককে বেইজিং ব্যাপক গুরুত্ব দেয়। উভয় দেশ পরস্পরকে উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        