সুদানের সেনাবাহিনী ও প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে তৃতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। দেশটির চিকিৎসক সংঘ জানিয়েছে, সংঘর্ষে শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছে।
রাজধানী শহর খার্তুম থেকে আল জাজিরার প্রতিনিধি হিবা মরগান জানিয়েছেন, সোমবার সকাল থেকে রাজধানীতে সংঘর্ষ চলছে। তিনি বলেন, ‘আমরা এখনও ভারি আর্টিলারির শব্দ শুনতে পাচ্ছি, বিশেষ করে রাজধানীর উত্তর এবং দক্ষিণ অংশে।
হিবা মরগান বলেন, সেনাবাহিনীর সাধারণ সদর দপ্তরের গেটে সংঘর্ষ চলছে। প্যারা মিলিটারি আরএসএফ শনিবার থেকে এটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এটার নিয়ন্ত্রণ নেওয়ার মানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেওয়া।
আল জাজিরার এই প্রতিনিধি আরও জানান, রাজধানীর নিকটবর্তী শহর অমবারডমানেও সংঘর্ষ চলছে। সেনাবাহিনী সেখানে যুদ্ধবিমান ব্যবহার করছে। প্রতিপক্ষ আরএসএফ যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পুনরায় অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে বিবাদমান দুই পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। জি-৭ এর বৈঠকে অংশ নিয়ে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘সুদানের সাধারণ জনতা চায় সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। তারা গণতন্ত্র ফিরে চায়। তারা বেসামরিক সরকার চায়। সুদানের সে পথে প্রত্যাবর্তন প্রয়োজন।’
বিডিপ্রতিদিন/কবিরুল