ভাড়াটে সেনা সরবরাহকারী গ্রুপ ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বৃহস্পতিবার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। পশ্চিমা দেশগুলো ইঙ্গিত দিচ্ছে, এই ঘটনার পেছনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত আছে। তাদের যুক্তি, রাশিয়াতে পুতিনের অগোচরে কিছুই হয় না। পুতিন প্রিগোজিনের বিদ্রোহের প্রতিশোধ নিয়েছেন।
কিন্তু পশ্চিমাদের বক্তব্য বিশ্বাস করেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি মনে করছেন না, যে বিমান দুর্ঘটনায় প্রিগোজিনসহ ১০ জন নিহত হয়েছেন তাতে পুতিনের কোনো হাত আছে।
উল্লেখ্য, গত জুনে প্রিগোজিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সেন্ট পিটার্সবার্গ থেকে তিনি মস্কোর দিকে যাচ্ছিলেন যোদ্ধাদের নিয়ে। কিন্তু আলেকজান্ডার লুকাশেঙ্কোর হস্তক্ষেপে প্রিগোজিন বিদ্রোহ থামান। সেনাদল ফিরিয়ে নেন প্রিগোজিন। এরপর চুক্তি মোতাবেক প্রিগোজিন বেলারুশে চলে যান।
প্রিগোজিনের বিমান বিধ্বস্তের পেছনে পুতিনের হাত নেই দাবি করে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ‘তিনি (পুতিন) কম জটিল বিষয় কিংবা অন্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে খুবই হিসেবি, খুবই শান্ত এবং অত্যন্ত ধীর স্থির ব্যক্তি। সুতরাং, পুতিন এটা করতে পারেন সেটা আমার কল্পনাতেও আসে না। এই চিন্তা খুবই খারাপ, অপেশাদার।
বিডিপ্রতিদিন/কবিরুল