ওয়াগনার বাহিনীর একটি চরমপন্থী ইউনিট রাশিচের নেতা ইয়ান পেত্রোভস্কিকে আটক করেছেন ফিনল্যান্ড।
তার বিরুদ্ধে সন্ত্রাসী দলে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইউক্রেনের অনুরোধে তাকে গ্রেফতার করা হয়।
তার আটকাদেশের ওপর শুনানি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। হেলসিনকির নিকটবর্তী একটি আদালতে এই শুনানি হয়।
৩৬ বছর বয়সী রুশ নাগরিক ইয়ানকে ইউক্রেনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নথি অনুযায়ী ২০১৪-২০১৫ সালে ডনবাসে লড়াইয়ে জড়িত ছিলেন পেত্রোভস্কি। রাশিয়া এই ঘটনায় সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল