শান্তিতে নোবেল পেলেন ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
ইরানের এই মানবাধিকারকর্মী সাজা হিসেবে মৃত্যুদণ্ড বাতিলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। ২০১৬ সালের মে মাসে এ আন্দোলনের জেরে তাকে ১৬ বছরের জেলও দেওয়া হয়। আল জাজিরার খবর অনুসারে, এই নারী বর্তমানে কারাগারে আছেন।
নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল জয়ী শিরিন এবাদির নেতৃত্বাধীন 'ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টার (ডিএইিআরসি)- এর ভাইস প্রেসিডেন্ট । গত বছর বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায়ও ছিলেন তিনি।বিডিপ্রতিদিন/কবিরুল