১১ অক্টোবর, ২০২৩ ১২:২৯

অনুপ্রবেশকারী ১০০০ হামাস যোদ্ধা হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

অনুপ্রবেশকারী ১০০০ হামাস যোদ্ধা হত্যার দাবি ইসরায়েলের

সংগৃহীত ছবি

সীমান্ত বেষ্টনি টপকে নিজেদের ভূখণ্ডে ঢুকে পড়া ১০০০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের মধ্যে অন্তত ১৮ জন গতকাল মঙ্গলবার নিহত হয়েছে।

ইসরালের প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের এ কথা বলেন।

এসব হামাস যোদ্ধা গত কয়েক দিনে ইসরায়েলে ঢুকে পড়েছিল বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় ‘হায়োম’ পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, গাজা সীমান্তে প্রায় তিন লাখ সৈন্য সমাবেশ করেছে ইসরায়েল। যেকোনো সময় গাজায় বড় ধরনের স্থল হামলা শুরু করতে পারে দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বুধবার এই তথ্য জানিয়েছেন।

এরই মধ্যে বুধবার পঞ্চম দিনে প্রবেশ করেছে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ। বিগত চার দিনের সংঘাতে বহু সংখ্যক প্রাণহানি ঘটেছে উভয় দেশেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনে প্রাণ গেছে ৯৫০ জনের। সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর