ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে লড়াইয়ে তাদের একজন সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে।
নিহত সৈন্য গিবতী ব্রিগেডের শেকড ব্যাটালিয়নের স্টাফ সার্জেন্ট ইতান ডোভ রোজেনজওয়েগ (২১) ।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে পৃথক সংঘর্ষে মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের ইউনিট ৫০৪ এর একজন রিজার্ভিস্ট এবং গোলানি ব্রিগেডের পর্যবেক্ষণ ইউনিটের এক সৈনিক গুরুতর আহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল