ইরাকের আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলায় আমেরিকার বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বল্প পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রবিবার রাতে এই হামলা হয় এবং এতে আমেরিকার আট সেনা আহত হয়েছে। এর পাশাপাশি ঘাঁটির বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।
জেনারেল প্যাট রাইডার বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ওই এলাকায় একটি এসি-১৩০ বিমান ওড়ানো হয়। অভিযানে একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর ধারণা- ওই গাড়ি থেকে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
এ ঘটনায় বুধবার সকালেও ইরাকের দুটি স্থাপনায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে পেন্টাগন মুখপাত্র জানান। সূত্র: সিবিএস নিউজ, আল জাজিরা, রয়টার্স, ভয়েস অব আমেরিকা, আশরাক আল আসওয়াত
বিডি প্রতিদিন/আজাদ