১১ জানুয়ারি, ২০২৪ ১২:১২

বাল্টিক অঞ্চলে আকস্মিক সফর জেলেনস্কির

অনলাইন ডেস্ক

বাল্টিক অঞ্চলে আকস্মিক সফর জেলেনস্কির

সংগৃহীত ছবি

আকস্মিক সফরে লিথুয়ানিয়ায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাল্টিক অঞ্চলের তিন রাষ্ট্রে সফর করবেন তিনি।

এই সফরে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে কিয়েভের যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

বুধবার জেলেনস্কি তার টুইটার হ্যান্ডলে বলেন, তিনি এর পর লাটভিয়া ও পরে এস্তোনিয়া যাবেন। পোস্টে তিনি লেখেন, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া আমাদের নির্ভরযোগ্য বন্ধু এবং নীতিগত অংশীদার। আজ, আমি তালিন ও রিগা যাওয়ার আগে ভিলনিয়াসে পৌঁছেছি।  

তার এই সফরের এজেন্ডায় রয়েছে- নিরাপত্তা, ইইউ ও ন্যাটোভুক্ত হওয়া, ইলেকট্রনিক প্রতিদ্বন্দ্বিতা এবং ড্রোন বিষয়ে সহযোগিতা এবং ইউরোপীয় সমর্থনের পরবর্তী সমন্বয়। সূত্র: আল জাজিরা, সিএনএন

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর