রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার তার বার্ষিক সংবাদ সম্মেলনে গাজার পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জোর দিয়েছেন।
লাভরভ বলেন, প্রচেষ্টার মূল দিক হওয়া উচিত নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা – এমন একটি রাষ্ট্র যা এই সিদ্ধান্তে লিপিবদ্ধ থাকবে, ফিলিস্তিন ইসরায়েলের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে নিরাপত্তা ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখবে।
এটি ছাড়া যাই ঘটুক না কেন, আমরা এখন গাজায় যে সহিংসতা দেখা যাচ্ছে তার পুনরাবৃত্তি দেখতে পাব। কারণ ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি না হলে ফিলিস্তিনি জনগণ সুবিধাবঞ্চিত বোধ করতে থাকবে, নিকৃষ্ট বিচারের শর্তে জীবনযাপন করতে থাকবে।
লাভরভ বলেন, তিনি আশা করেন যে ইসরায়েল শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছাবে। তবে তিনি এটাও বলেন যেম, তিনি বুঝতে পেরেছেন এটি এই মুহুর্তে ইসরায়েলের পক্ষে অগ্রহণযোগ্য।
লাভরভ বলেন, আমরা তাদের বোঝানো ছাড়া আর কিছুই করতে পারি না। তিনি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে সরাসরি সংলাপ না হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টা কাজ করবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল