ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে হামলায় একজন মার্কিন সেনা আহত হয়েছেন। এই হামলায় ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ঘাঁটিটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রাথমিকভাবে তৈরিকৃত প্রতিবেদনে এমন ইঙ্গিত পাওয়া গেছে। তবে তিনি রকেট হামলার সম্ভাবনাও খোলা রেখেছেন। এ বিষয়ে মূল্যায়ন চলছে বলে জানান ওই কর্মকর্তা।
ইরাকের দুটি নিরাপত্তা সূত্র ও একটি সরকারি সূত্র জানিয়েছে, ইরাকের ভেতর থেকে ছোড়া একাধিক রকেট ঘাঁটিটিতে আঘাত হেনেছে। অপর এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরাকের ভেতর থেকে অস্ত্রধারীরা এ হামলা চালিয়েছে।
অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে মার্কিন সামরিক বাহিনী কমপক্ষে ৫৮ বার এবং সিরিয়ায় ৮৩ বার ইরান সমর্থিত অস্ত্রধারীদের আক্রমণের শিকার হয়েছে। হামলাগুলো সাধারণত রকেট এব ড্রোন দ্বারা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল