ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি শনিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি জিম্মিদের রাখা হয়েছিল সেই টানেল খুঁজে পাওয়ার দাবি করেছেন।
তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সেনারা গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে। সেখানে হামাসের হাতে জিম্মিদের রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
হাগারি বলেন, আইডিএফ সৈন্যরা প্রবেশদ্বারে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করার পর তারা বিস্ফোরক ও বিস্ফোরণ-প্রতিরোধী দরজা সম্বলিত সুড়ঙ্গের দিকে অগ্রসর হয়।
মাটির প্রায় ২০ মিটার (প্রায় ৬৬ ফুট) নিচে, আইডিএফ দাবি করেছে একটি কেন্দ্রীয় স্থান খুঁজে পেয়েছে।
হাগারি বলেন, জিম্মিরা যারা ইসরায়েলে ফিরে এসেছেন তারা বলেছেন, তারা তাদের বেশিরভাগ সময় এখানেই কাটিয়েছেন।
আইডিএফের অভিযানের সময় টানেলে কোনো জিম্মি না থাকলেও হাগারি বলেন, তারা তাদের উপস্থিতির প্রমাণ পেয়েছেন। এর মধ্যে ৫ বছর বয়সী এমিলিয়া অ্যালোনির আঁকা একটি অঙ্কনও রয়েছে।
আইডিএফ বেশ কয়েকটি ছবি প্রকাশ করে বলেছে, ভূগর্ভস্থ কক্ষ এবং টানেলের ভেতরে তারা পাঁচটি কারাগারের কক্ষ পেয়েছে। এগুলোর প্রত্যেকটিতে একটি টয়লেট এবং গদি দিয়ে সজ্জিত রুম রয়েছে।
হাগারি বলেন, আইডিএফের কাছে প্রমাণ রয়েছে বিভিন্ন সময়ে প্রায় ২০ জন জিম্মিকে এই টানেলে রাখা হয়েছিল।
হাগারি বলেন, শুক্রবার সুড়ঙ্গগুলো ধ্বংস করার আগে আইডিএফ বিদেশি সাংবাদিকদের সেখানে প্রবেশের অনুমতি দেয়।
বিডিপ্রতিদিন/কবিরুল