রবিবার ভোর রাত ২টার সময় (বাংলাদেশ সময় রবিবার বেলা ১২টা) যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১টা বাজানো হবে। অর্থাৎ এদিন থেকে দিনের আলোকে কাজে লাগানোর সময়সূচি (ডে লাইট সেভিংস টাইম)’র সমাপ্তি ঘটবে।
শুরু হবে স্ট্যান্ডার্ড টাইমটেবল এবং তা অব্যাহত থাকবে ১০ মার্চ পর্যন্ত। স্টান্ডার্ড টাইম টেবল শুরু হলে ঢাকায় যখন বেলা ১২টা বাজবে, নিউইয়র্কে তখন রাত ১টা হবে।
বিডি প্রতিদিন/এএ