যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহর থেকে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রোড ট্রিপে বেরিয়ে নিখোঁজ হওয়া ভারতীয় বংশোদ্ভূত একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—ডা. কিশোর দিবান, আশা দিবান, শৈলেশ দিবান এবং গীতা দিবান।
মার্শাল কাউন্টির শেরিফ মাইক ডোহার্টি শনিবার (২ আগস্ট) রাতে জানান, স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে মার্শাল কাউন্টির বিগ হুইলিং ক্রিক রোডের পাশে একটি খাড়া ঢালে তাদের গাড়ি পড়ে থাকতে দেখা যায়। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৯ জুলাই দুপুরে পেনসিলভানিয়ার এরি শহরের একটি রেস্টুরেন্টে সর্বশেষ দেখা গিয়েছিল তাদের। সিসিটিভি ফুটেজে পরিবারের দুই সদস্যকে সেখানে প্রবেশ করতে দেখা যায় এবং ওই সময়ই সর্বশেষ তাদের ক্রেডিট কার্ড লেনদেন রেকর্ড হয়। পরে পুলিশের একটি লাইসেন্স প্লেট রিডার তাদের গাড়িকে দক্ষিণমুখী ইন্টারস্টেট-৭৯ সড়কে ধীরে অগ্রসর হতে দেখে।
পরিবারটি পশ্চিম ভার্জিনিয়ার মাউন্ডসভিলে অবস্থিত প্রভুপাদের প্যালেস অফ গোল্ড মন্দিরে যাচ্ছিলেন। কিন্তু তারা নির্ধারিত থাকার জায়গায় আর পৌঁছাননি। মোবাইল ফোনের তথ্য অনুযায়ী, তাদের ফোন সর্বশেষ সক্রিয় ছিল ৩০ জুলাই ভোরে মাউন্ডসভিল ও হুইলিং এলাকায়। এরপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।
সোর্স: বিবিসি, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আশিক