উত্তর কোরিয়া তার সীমান্তে প্রপাগান্ডার জন্য ব্যবহার করা কিছু লাউডস্পিকার খুলে ফেলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সীমান্তের নির্দিষ্ট কিছু এলাকায় এ কার্যক্রম চলছে। তবে সব এলাকায় একই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করতে এখনও পর্যবেক্ষণ চলছে।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে এ প্রথম এমন তথ্য প্রকাশ করল সিউল। প্রেসিডেন্ট লি দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়াবিরোধী প্রচার সম্প্রচার বন্ধ করে দেন এবং সোমবার থেকে সীমান্তে বসানো লাউডস্পিকার খুলে ফেলার কাজ শুরু হয়।
বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা হতে পারে। দীর্ঘদিন ধরে সীমান্তে লাউডস্পিকারের মাধ্যমে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ এক অস্ত্রবিরতিতে শেষ হলেও দুই দেশ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধে রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল