এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে চাষের জমি অধিগ্রহণ করে রাজকীয় গলফ ক্লাব তৈরি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার।
সংবাদ সংস্থা রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, গলফ ক্লাব তৈরির জন্য প্রাথমিক ভাবে ৯৯০ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের নিকটবর্তী হাং ইয়েন এলাকায় তৈরি হতে চলেছে এই গলফ ক্লাব। তবে জমি অধিগ্রহণ বা গলফ ক্লাব নির্মাণে নাক গলাচ্ছে না ট্রাম্প পরিবার। আপাতত সেই কাজ করছে ভিয়েতনামের রিয়েল এস্টেট সংস্থা ‘কিনব্যাক সিটি’ এবং সেটির সহযোগী সংস্থাগুলি।
গলফ ক্লাব পুরোপুরি তৈরি হয়ে গেলে তার চাবি তুলে দেওয়া হবে ট্রাম্প পরিবারের হাতে। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের পরিবার পরিচালিত ‘ট্রাম্প অর্গানাইজেশন’ সংস্থার হোটেল, আবাসন রয়েছে। তবে ভিয়েতনামে এই প্রথম তারা যৌথ ভাবে ব্যবসার কাজে নামল।
রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে, ওই বিপুল পরিমাণ জমিতে মূলত বিভিন্ন রকমের ফলের চাষ হয়। স্থানীয় কৃষকেরা এই ফল চাষ করেই জীবিকা নির্বাহ করেন। জমি থেকে উৎখাত করা হলে কী ভাবে পেট চলবে, তা নিয়ে চিন্তায় তারা।
প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট নেতা ফাম মিন চিন জানিয়েছিলেন, কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট তথা ট্রাম্পের পুত্র এরিকও। তবে একটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, প্রকল্পের প্রাথমিক খরচ ৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল