জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার জেলার চাশোতি গ্রামে বৃহস্পতিবার দুপুরে মেঘ বিস্ফোরণের কারণে সৃষ্ট হড়কা বানে সরকারি হিসাবে, এখন পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
উদ্ধারকাজ জোরকদমে চলছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের বের করার চেষ্টা করছে প্রশাসন ও উদ্ধারকারী দল।
জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আব্দুল্লাহ জানিয়েছেন, পাঁচশ'রও বেশি মানুষ এখনও আটকে রয়েছেন। আর কিছু কর্মকর্তার মতে এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।
ফারুক আব্দুল্লাহ এনডিটিভিকে বলেন, আমি বিশ্বাস করি পাঁচশ'রও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়েছেন। এটি গভীর শোকের মুহূর্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওমর আব্দুল্লাহ জানিয়েছেন, প্রশাসন সবরকম পদক্ষেপ নিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে।
স্বাধীনতা দিবসের ভাষণে ওমর আব্দুল্লাহ নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, আমরা আগেই আবহাওয়ার পূর্বাভাস জানতাম। প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
প্রশাসন জানিয়েছে, দুর্গম এলাকায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে, তবে সেনা, এনডিআরএফ ও স্থানীয়রা একসঙ্গে কাজ করছেন।
এই মুহূর্তে কিস্তোয়ারের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অনেক পরিবার এখনও নিখোঁজ প্রিয়জনের খোঁজে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে।
বিডি প্রতিদিন/নাজমুল