সাতটি যুদ্ধের মীমাংসার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে সমাধানে পৌঁছানো সবচেয়ে সহজ হতে পারে। আমার মনে হয় এর দ্রুত সমাধান হবে। আমি এর আগে সাতটি যুদ্ধের মীমাংসা করেছি।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন ট্রাম্প।
সাংবাদিকদের তিনি বলেন, “তবে আপনি জানেন না যুদ্ধ থেকে ঠিক কী পাবেন? যুদ্ধ নিয়ে আমি খুশি না।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে তিনি মানবতার অবক্ষয় হিসেবে মন্তব্য করেন। বলেন, প্রতি সপ্তাহে সাত হাজার সৈন্য প্রাণ হারাচ্ছে।
এর আগে রবিবার ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত বলে জানান ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
রবিবার ইউক্রেনে রাশিয়ার হামলার পর ওই মন্তব্য করেন ট্রাম্প। যা এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলা।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেনকো বলেন, প্রথমবারের মতো শত্রুর হামলায় কোনও সরকারি ভবন এত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববাসীকে শুধু কথার মাধ্যমে প্রতিবাদ করলে হবে না, বরং তাদের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা উচিত। বিশেষ করে তাদের তেল ও গ্যাস ক্ষেত্রে।
এদিকে এক বিবৃতিতে রাশিয়া থেকে তেল ক্রয়ের কারণে ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি সমর্থন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমার মনে হয়- যারা রাশিয়া থেকে তেল ক্রয় করছে তাদের ওপর শুল্ক আরোপ করা ভাল বুদ্ধি।” সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/একেএ