ফের জার্মানির মিউনিখ বিমানবন্দরের উভয় রানওয়ে আবারও ড্রোন দেখা গেছে। এ ঘটনার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি। যার ফলে কয়েক ডজন ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয় বা বাতিল করা হয়। ফলে প্রায় ৬ হাজার ৫০০ যাত্রী আটকা পড়েন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার রাত ১০টার পরও বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল। এর ফলে ১৭টি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় ৩ হাজার যাত্রী প্রভাবিত হন। আজ শনিবার ভোরে বিমানবন্দর জানিয়েছে, ড্রোন দেখার কারণে ভোর ৫টায় তাদের নির্ধারিত সময় বিলম্বিত হয়েছে। যাত্রীদের তাদের বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দরের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘অজানা ড্রোন দেখার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জার্মান বিমান পরিবহন নিয়ন্ত্রণ মিউনিখ বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সীমিত করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে।’
পরবর্তী আপডেটে বিমানবন্দর জানিয়েছে, ২৩টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। মিউনিখের উদ্দেশে ১২টি ফ্লাইট এবং ৪৮টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ‘আগের রাতের মতোই বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলো যাত্রীদের জন্য ক্যাম্প বিছানা, কম্বল, পানীয় এবং খাবার বিতরণ করা হয়েছে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপীয় বিমান চলাচল বারবার বিশৃঙ্খলার মধ্যে পড়েছে, যার জন্য কিছু কর্তৃপক্ষ রাশিয়াকে দায়ী করেছে। তবে ক্রেমলিন এ কথা অস্বীকার করেছে। ইউরোপজুড়ে একই ধরনের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। ডেনমার্ক ও নরওয়ের বিভিন্ন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহে দশ হাজারেরও বেশি যাত্রী প্রভাবিত হয়েছেন।
সূত্র : আরব নিউজ।
বিডি-প্রতিদিন/শআ