শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সংক্ষেপে

সোনিয়ার হাসপাতাল ত্যাগ

ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীকে গতকাল স্যার গঙ্গা রাম হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে তার সফল ছোট একটি অস্ত্রোপচার হয়। ৬৯ বছর বয়সী এই কংগ্রেস নেত্রী বুধবার পুনরায় হাসপাতালে ভর্তি হন। এর আগে জ্বর, পানিশূন্যতা ও কাঁধে চোট পাওয়ার কারণে ১১ দিন ধরে চিকিৎসা নেওয়ার পর তিনি রবিবার হাসপাতাল থেকে ছাড়া পান। এএফপি।

 

দীর্ঘতম কাচের ব্রিজ

অবশেষে চলতি সপ্তাহেই চীনে দর্শনার্থীদের জন্য বিশ্বের উঁচু ও দীর্ঘতম কাচের ব্রিজ খুলে দেওয়া হবে। গতকাল বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিজটি দুটি পর্বতকে সংযুক্ত করছে  যেটি অ্যাভাটার পর্বত (এখানে অ্যাভাটার ছবির শুটিং হয়েছিল)। এটি হুয়ান প্রদেশের ঝাঙজিয়াজিতে অবস্থিত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে ৪৩০ মিটার লম্বা ও ভূমি থেকে ৩০০ মিটার উঁচুতে ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। এটি নির্মাণে খরচ হয়েছে ৩.৪ মিলিয়ন মার্কিন ডলার। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর