রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

চীনের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর তথ্য চুরি অভিযোগ

হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন নৌবাহিনীর এক ঠিকাদারের কাছ থেকে চীন সরকার স্পর্শকাতর গোপন সামরিক তথ্য চুরি করেছে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনাটি খতিয়ে দেখছে, মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিবিসি। ওয়াশিংটন পোস্ট বলছে, চুরি যাওয়া তথ্যের মধ্যে শব্দের চেয়েও দ্রুতগতির একটি ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পের পরিকল্পনার কথা ছিল। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে এই সাইবার হামলা হয় বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ। যে ঠিকাদার প্রতিষ্ঠান থেকে তথ্য চুরি গেছে, সেটি যুক্তরাষ্ট্রের  সামরিক সংগঠনগুলোর সঙ্গে সংযুক্ত ছিল। এরা ডুবোজাহাজ ও সমুদ্রের নিচে অস্ত্র ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও সেগুলোর উন্নয়নে কাজ করে।

সর্বশেষ খবর