শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

অস্ত্র জমা দাও, ক্ষতিপূরণ নাও

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণের বিনিময়ে অস্ত্র জমার প্রকল্প (গান বাই-ব্যাক স্কিম) চালু করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামলার জেরে নিউজিল্যান্ড সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে। এ অস্ত্র জমা দেওয়ার বিনিময়ে মালিকদের ক্ষতিপূরণ দিতে ২০৮ মিলিয়নের বেশি স্থানীয় ডলার বরাদ্দ রাখা হয়েছে।

সর্বশেষ খবর