সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানি গোয়েন্দার হাত ধরে আইএসে, তারপর গুরুদুয়ারায় হামলা

কাবুলের গুরুদুয়ারা হামলায় চার জঙ্গির মধ্যে যে জঙ্গির মৃত্যু হয়েছে তার নাম আবু খালিদ আল হিন্দি। গত সপ্তাহে ওই হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হন। ওই জঙ্গির বাড়ি ভারতের কেরালায়। প্রায় ৭ বছর আগে ভারত ছাড়ে খালিদ। ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে,  দুবাইয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সঙ্গে যোগাযোগ হওয়ার পর নিখোঁজ হয়ে যায় সে। এরপর কাবুলে জঙ্গী হামলায় তাকে দেখা যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, এই হামলার পিছনে পাকিস্তানের কোনো চক্রান্ত রয়েছে।

গুরুদুয়ারায় সন্ত্রাসী হামলা ভুয়া ফ্ল্যাগ অপারেশন। কাউন্টার টেরর অপারেটিভদের দাবি খালিদের আসল নাম মহসিন ত্রিকারিপুর ওরফে মুহাম্মদ মুহাসিন নানগরাথ আবদুল্লা (ইউএই-তে বানানো তার হেলথ কার্ড অনুযায়ী)। ১৯৯১ সালের ১৯ মার্চ কেরালার কাসারগোদেতে জন্ম তার। কাসারগোদের ত্রিকারিপুরে মহসিনের পরিবারের একটি আসবাবের দোকান আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যানুযায়ী, বছর সাতেক আগে আবু খালিদ আল হিন্দি আইএসআইএস-এ যোগ দিতে আফগানিস্তান এবং সিরিয়ায় যায়। সবশেষ ছয় মাস আগে সে তার মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জানিয়েছিল সেখানে সে সক্রিয় আছে। ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস, কাবুলে যে হামলা হয়েছে এর পিছনে পাকিস্তানি জঙ্গি সংগঠন হাক্কানি ও লস্কর-ই-তাইয়্যেবার হাত রয়েছে। জিনিউজ

সর্বশেষ খবর