শিরোনাম
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ব্যতিক্রমী সুইডেন

ইউরোপের বহু দেশে যখন করোনাভাইরাসের কারণে লকডাউন অবস্থা চলছে তখন একটি দেশ অন্য সবাইকে অনুসরণ না করে এমন এক পন্থা নিয়েছে যা স্বাভাবিক জীবনের অনেক কাছাকাছি। দেশটি সুইডেন। যদিও সুইডেনে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার লোকের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এবং মারা গেছে ১০৫ জন। দেশটি এখনো লকডাউনের কঠোরতায় যায়নি। দিনদুয়েক আগেও শহরের নাইট ক্লাবগুলোও খোলা ছিল। তবে রবিবার থেকে ৫০ জনের বেশি  লোক জড়ো হওয়া নিষিদ্ধ হচ্ছে। অবশ্য এটা বলতেই হবে- শহরগুলো কেমন যেন একটু ঠান্ডা-ব্যস্ততা কম।

তবে পার্ক, শহর গ্রামের সড়ক গুলোতে মানুষের জটলা থাকছেই। অবশ্য সবার মধ্যে সচেতনতার কোনো অভাব নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর