রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইকুয়েডরের রাস্তায় রাস্তায় করোনায় মৃতদের লাশ

ইকুয়েডরের রাস্তায় রাস্তায় করোনায় মৃতদের লাশ

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় শহর গুয়ায়াকিলে করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম বাজফিডের এক প্রতিবেদনে দেখা গেছে, জনশূন্য রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে আছে মানুষের মরদেহ। কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ এগিয়ে যাচ্ছে না মৃতদেহের দিকে। দেশটির কর্তৃপক্ষ পড়ে থাকা সেসব মরদেহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করছেন। সিএনএনর তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় জনবহুল শহর গুয়ায়াকিলে সব ধরনের সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে অসুস্থ রোগীদের রাখার মতো কোনো বেড খালি নেই। জায়গা হচ্ছে না মর্গ কিংবা কবরস্থানেও। সেখানকার অনেক বাসিন্দা জানিয়েছেন, মরদেহ রাস্তায় ফেলে রাখা ছাড়া তাদের কোনো উপায় নেই।

ঠিক কতজন শহরটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তার কোনো সঠিক তথ্য নেই। অনেক পরিবার জানিয়েছে, তাদের স্বজনদের দেহে ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিচ্ছে। কিন্তু তারা এটাও জানেন, যারা অসুস্থ হবেন তারা চিকিৎসা পাবেন না। কারণ গুয়ায়াকিলে বেশিরভাগ হাসপাতালই এখন রোগীর চাপের ভার নিতে সক্ষম নয়। ৩০ মার্চ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওতে ফার্নান্দো এসপানা নামের এক ব্যক্তিকে বলতে দেখা গেছে, ‘আমাদের পরিবারে একজন সদস্য অসুস্থ হওয়ায় আমরা পাঁচ দিন ধরে কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করছি। আমরা ৯১১-এ কল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তারা কেবল আমাদের অপেক্ষা করার জন্য বলছেন, কিন্তু কেউ আসছে না।’ এ অবস্থা অন্য পরিবারেও। হাসপাতালে জায়গা না পাওয়ায় অনেকে বিনা চিকিৎসায় বাড়িতেই মারা যাচ্ছেন।

সর্বশেষ খবর