শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

সন্তানের নাম করোনা রাখলেন তৃণমূল সাংসদ

দীপক দেবনাথ, কলকাতা

করোনাভাইরাস ও লকডাউনের আবহে জন্ম-তাই নিজের কন্যা সন্তানের নাম ‘করোনা’ রাখলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আরফিন আলী। গতকাল সকালে শ্রীরামপুরের হাসপাতালে সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন হুগলির আরামবাগ কেন্দ্রের তৃণমূল সাংসদ। এর পরই সাংসদ ও তার স্বামী মুহাম্মদ সাকির আলী স্থির করেন সদ্যোজাত কন্যার ডাক নাম (নিক নেম) ‘করোনা’ রাখবেন। এটি তাদের দ্বিতীয় সন্তান, আট বছরের একটি পুত্র সন্তানও আছে ওই দম্পতির। অপরূপার স্বামী সাকির আলী জানিয়েছেন ‘আমরা কন্যা সন্তানে অত্যন্ত খুশি। এটি আমাদের দ্বিতীয় সন্তান। যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে দেশজুড়ে লকডাউন চলছে তাই কন্যার নাম ‘করোনা’ রাখা হয়েছে।’

যদিও কন্যার ভালো নাম রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছেন সাকির আলী। তিনি বলেন, ‘সরকারি নাম বা ভালো নাম মুখ্যমন্ত্রীই ঠিক করবেন। আমি তাকে আর্জি জানাব তিনি যেন আমার কন্যার নাম ঠিক করে দেন।’ অপরূপাও জানান, ‘আমার পরিবার ও আমার স্বামী সবাই গোটা ঘটনায় খুশি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর