শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

সপ্তাহে চার দিন কাজের পরিকল্পনা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

সপ্তাহে চার দিন কাজের পরিকল্পনা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস মোকাবিলায় সাফল্যের পর এবার মহামারীতে ক্ষতির মুখে পড়া অর্থনীতি চাঙা করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তার মধ্যে একটি হলো সপ্তাহে চার দিন অফিস খোলা রাখা। খবর রয়টার্স, দ্য গার্ডিয়ানের। সপ্তাহে চার কর্মদিবসের পরিকল্পনার যুক্তি হলো- অফিসের কাজে চার দিন সময় দিলে নাগরিকরা তাদের অবসর সময় বেশি পাবেন এবং এখানে ওখানে বেড়াতে যাওয়ারও বাড়তি সুযোগ পাবেন। এতে লাভ হবে পর্যটন করপোরেশনের।

ফেসবুক লাইভে জাসিন্ডা আরডার্ন বলেন, কাজের দিন কমলে ছুটির দিন বাড়বে। এটা অর্থনীতিকে ফের ঠিক পথে আনা এবং ঘরোয়া পর্যটনে উৎসাহ দেওয়ার একটা উপায় হতে পারে। তার মতে, বেসরকারি সংস্থাগুলোর মালিকরা যদি এটা করতে পারেন, তাহলে সপ্তাহে চার দিন কাজের ব্যবস্থা করুন।

সর্বশেষ খবর