বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

পাকিস্তান সফর বাতিল করলেন চীনা প্রেসিডেন্ট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চীনের প্রতি বদান্যতা পাকিস্তানের। ক্ষণে ক্ষণে সেই সম্পর্ক ধারালো করার চেষ্টা করে চীন। পাকিস্তানকে এখন আরও বেশি বগলদাবা করতে মরিয়া চীন। আর বেইজিংয়ের সেই স্বপ্ন পূরণের হাতিয়ার চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি)। কিন্তু এই চুক্তিতে দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি নিয়ে ক্রমেই পাকিস্তানের বিভিন্ন বিভাগে বিরোধ দেখা দিয়েছে। আর এতে রীতিমতো খাপ্পা চীন। ফলস্বরূপ পাকিস্তান সফর বাতিল করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চীন বলছে, করোনা মহামারীর কারণে এ সফর বাতিল করা হয়েছে।

সর্বশেষ খবর