বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

করোনা আবহেই আজ শুরু বিহার বিধানসভার নির্বাচন

গণনা ১০ নভেম্বর

কলকাতা প্রতিনিধি

করোনার আবহেই ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচন হতে চলেছে। রাজ্যটিতে বিধানসভার মোট আসন সংখ্যা ২৪৩টি। এর মধ্যে প্রথম পর্বে আজ ৭১টি  আসনে ভোট হবে। এবারের নির্বাচনে প্রধান লড়াই হবে শাসক জোট এনডিএ ও বিরোধী মহাজোটের মধ্যে। এনডিএ জোটে রয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ), বিজেপি, সাবেক মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির দল হিন্দুস্তান আওয়াম মোর্চা। অন্যদিকে বিরোধী জোটে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস ও বাম দলগুলো। রাজ্যে বাকি দুটি পর্বের ভোট আগামী ৩ এবং ৭ নভেম্বর। ভোট গণনা আগামী ১০ নভেম্বর। আগামী ২৯ নভেম্বর বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই নতুন বিধানসভা গঠন করতে হবে।

সর্বশেষ খবর