রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানের ঘোর প্রদেশে এক সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে গত দুই মাসে দেশটির পাঁচজন গণমাধ্যমকর্মী হত্যার শিকার হলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী বিসমিল্লাহ আদেল আইমাক ছিলেন সাদ-ই-ঘোর (ভয়েস অব ঘোর) রেডিওর প্রধান সম্পাদক। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় তিনি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা বিসমিল্লাহর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে তাকে হত্যা করে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কেউ এ হত্যাকান্ডের দায় স্বীকার করেনি। ঘোর প্রদেশের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানেশ জানিয়েছেন, বিসমিল্লাহ ২০১৫ সাল থেকে সাদ-ই-ঘোড় রেডিওতে কাজ করে আসছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন। আশরাফ ঘানি বলেন, তাঁর সরকার বাকস্বাধীনতার সমর্থন করে এবং এর প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ। এক বিবৃতিতে প্রেসিডেন্ট আরও বলেন, তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী এ ধরনের হামলা চালিয়ে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠ বন্ধ করতে পারবে না। এদিন অজ্ঞাত হামলায় দেশটির একজন সমাজকর্মীও নিহত হন। সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে গত কয়েক মাসে সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং অধিকারকর্মী হত্যার ঘটনা বেড়ে গেছে।

সর্বশেষ খবর