ফের সরগরম পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি। তৃণমূল ভবনে মেগা-দলবদল। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে মুকুল রায়। পুত্র শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়েই গতকাল তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির উপস্থিতিতেই পুরনো দলে ফিরলেন বাবা-ছেলে। একদা তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ ছিলেন মুকুল। চার বছর পর প্রত্যাবর্তন। এতদিন বিজেপিতে ছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে। গতকাল দুপুরে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল ভবনে পৌঁছেন মুকুল। তার সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশু রায়। সেখানে মমতার সঙ্গে বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে মুকুল ও শুভ্রাংশুকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক ব্যানার্জি। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, ‘বিজেপি ছেড়ে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হয়ে নিজের খুব ভালো লাগছে। আমার আশা বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই কাজে যিনি বাংলাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি আমাদের সবার নেত্রী, ভারতের নেত্রী মমতা ব্যানার্জি।’ অন্যদিকে মুকুলের ফিরে আসায় তৃণমূল শক্তিশালী হয়েছে কি না সেই প্রশ্নের উত্তরে মমতা জানান, ‘আমাদের দল আগে থেকেই শক্তিশালী ছিল। আমরা বিপুল জয় পেয়ে এবার ক্ষমতায় এসেছি। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে। ওকেও নানাভাবে, এজেন্সি দেখিয়ে চমকানো, ধমকানো হয়েছিল। অনেকে মুকুলকে রাজ্য রাজনীতির চাণক্যও বলেন। উনিশের লোকসভায় বিজেপির সাফল্য এবং তৃণমূলের ধাক্কার নেপথ্যের আসল কারিগরই ছিলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী। তৃণমূল চাইছে বিজেপির থেকে সেই ভোট মেশিনারি ছিনিয়ে নিতে। তৃণমূলের সঙ্গে মুকুলের মেশিনারি যোগ হলে, তৃণমূল যে অনেক বেশি শক্তিশালী হবে তাতে সন্দেহ নেই।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের