ফের সরগরম পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি। তৃণমূল ভবনে মেগা-দলবদল। বিজেপি ছেড়ে ফের তৃণমূলে মুকুল রায়। পুত্র শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়েই গতকাল তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির উপস্থিতিতেই পুরনো দলে ফিরলেন বাবা-ছেলে। একদা তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ ছিলেন মুকুল। চার বছর পর প্রত্যাবর্তন। এতদিন বিজেপিতে ছিলেন সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে। গতকাল দুপুরে সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল ভবনে পৌঁছেন মুকুল। তার সঙ্গে ছিলেন পুত্র শুভ্রাংশু রায়। সেখানে মমতার সঙ্গে বৈঠক করেন তারা। পরে সংবাদ সম্মেলনে মুকুল ও শুভ্রাংশুকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক ব্যানার্জি। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, ‘বিজেপি ছেড়ে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হয়ে নিজের খুব ভালো লাগছে। আমার আশা বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই কাজে যিনি বাংলাকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তিনি আমাদের সবার নেত্রী, ভারতের নেত্রী মমতা ব্যানার্জি।’ অন্যদিকে মুকুলের ফিরে আসায় তৃণমূল শক্তিশালী হয়েছে কি না সেই প্রশ্নের উত্তরে মমতা জানান, ‘আমাদের দল আগে থেকেই শক্তিশালী ছিল। আমরা বিপুল জয় পেয়ে এবার ক্ষমতায় এসেছি। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে। ওকেও নানাভাবে, এজেন্সি দেখিয়ে চমকানো, ধমকানো হয়েছিল। অনেকে মুকুলকে রাজ্য রাজনীতির চাণক্যও বলেন। উনিশের লোকসভায় বিজেপির সাফল্য এবং তৃণমূলের ধাক্কার নেপথ্যের আসল কারিগরই ছিলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী। তৃণমূল চাইছে বিজেপির থেকে সেই ভোট মেশিনারি ছিনিয়ে নিতে। তৃণমূলের সঙ্গে মুকুলের মেশিনারি যোগ হলে, তৃণমূল যে অনেক বেশি শক্তিশালী হবে তাতে সন্দেহ নেই।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি