মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

হাইতির প্রেসিডেন্ট খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র

হাইতির প্রেসিডেন্ট খুনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র

ইমানুয়েল স্যানন

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসির খুনের নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। রবিবার এক সন্দেহভাজনকে গ্রেফতার করার পর এমনটাই জানিয়েছে ক্যারিবিয়ান দেশটির পুলিশ। এএফপির খবরে বলা হয়েছে, রবিবার ক্রিশ্চিয়ান ইমানুয়েল স্যানন (৬৩) নামে হাইতির এক নাগরিককে গ্রেফতার করে পুলিশ। হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতেই ব্যক্তিগত বিমানে গত জুনে দেশে প্রবেশ করেন ওই ব্যক্তি। পেশায় তিনি একজন চিকিৎসক। তাঁর সঙ্গে কলম্বিয়ার বেশ কয়েকজন নাগরিক ছিলেন। শুরুতে প্রেসিডেন্ট মোইসেকে গ্রেফতার করার পরিকল্পনা ছিল। এবং এ ষড়যন্ত্র রচিত হয়েছিল দেশের মাটিতেই। তারপর পরিকল্পনা পাল্টে ফেলা হয়। স্থির করা হয় যে মোইসেকে হত্যা করা হবে। ২৪ জন ঘাতকের একটি দল হাইতিতে প্রবেশ করে। এদের ফ্লোরিডা স্থিত নামের ভেনেজুয়েলার একটি নিরাপত্তা পরিষেবা প্রধানকারী সংস্থা থেকে নেওয়া হয়। পুলিশপ্রধান লিওন চার্লস আরও বলেন, প্রেসিডেন্ট জোভেনেলকে হত্যার পর থেকে সন্দেহভাজন হত্যাকারীদের ওপর নজর রাখা হচ্ছিল। মিশন শেষে এক ঘাতক প্রথমেই স্যাননকে ফোন করেন। তিনি অন্য দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এ তিনজনকে হত্যার প্রধান পরিকল্পনাকারী বলে মনে করছে পুলিশ। তবে স্যানন বাদে অপর দুজনের নাম প্রকাশ করেননি পুলিশপ্রধান।

সর্বশেষ খবর