শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কায় ধর্মঘটে সরকারি আধা-সরকারি কর্মচারীরা

শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে এক দিনের ধর্মঘট পালন করছেন বিভিন্ন এলাকায় সরকারি ও আধা সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীরা। অনলাইন কলম্বো পেইজের খবরে বলা হয়- এর ফলে দেশজুড়ে বহু সরকারি প্রতিষ্ঠানে কোনো কাজ হয়নি। ট্রেড ইউনিয়নের সমন্বয় সেন্টারের কো-কনভেনার বলেছেন, বহু সরকারি কর্মচারী কাজে যোগ দিয়েছে কালো পোশাকে। তারা দিনের শুরু থেকে বিকাল অবধি কর্মক্ষেত্রে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেটিং সেন্টার আরও বলেছে, যেসব মানুষ এ সময়ে সরকারি অফিসে সেবা নিতে গিয়েছেন তাদের হতাশ হতে হয়েছে। কারণ প্রয়োজনীয় সেবা আজ শুক্রবার বন্ধ রয়েছে।

শ্রীলঙ্কায় মৃত্যু মিছিলের আশঙ্কা : অর্থনৈতিক সংকটে দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কায় এবার সতর্ক বার্তা দিয়েছে মেডিকেল অ্যাসোসিয়েশন। তারা বলেছে, ওষুধপত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহে ঘাটতি আছে। এ সংকটের কারণে জরুরি বিভাগের সেনা দেওয়া পর্যন্ত অসম্ভব হয়ে পড়বে হাসপাতালগুলোতে। এ খবর দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই লিখেছে, মেডিকেল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বলেছে, সামনের সপ্তাহগুলোতে ওষুধ ও মেডিকেল সরঞ্জামের ভয়াবহ সংকট দেখা দেবে। এতে জরুরি সেবা দেওয়াও কঠিন হয়ে পড়বে। এ কারণে মৃত্যুর ঢল নামতে পারে।

সর্বশেষ খবর