মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন শিন্ডে

মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন শিন্ডে

বিধানসভায় আস্থা ভোটে জিতে নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের  নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এর মধ্য দিয়ে শিবসেনা ও বিজেপির মধ্যে দুই সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। অবশ্য এই অচলাবস্থার কারণে শিবসেনা দুই ভাগ হয়েছে। পতন হয়েছে উদ্ধব ঠাকরের সরকারের।

আস্থা ভোটে একনাথ শিন্ডের শিবির ১৬৪ ভোট পেয়েছে। বিরোধীরা পেয়েছে ৯৯ ভোট। এনডিটিভি বলছে, গতকাল সকালে মহারাষ্ট্রের বিধানসভায় আস্থা ভোট হয়। এর আগে গত পরশু বিজেপির রাহুল নরবাকার স্পিকার নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী ১৬ জন আইনপ্রণেতাকে বহিষ্কার করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল শিবসেনা। এর পরিপ্রেক্ষিতে আস্থা ভোট হয় এবং শিন্ডের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে। উল্লেখ্য, শিন্ডেও শিবসেনার নেতা। তিনি উদ্ধব ঠাকরের মন্ত্রী ছিলেন। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহ করে বেশির ভাগ বিধায়ক নিজের পক্ষে নিয়ে নেন। 

সর্বশেষ খবর