শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

৯৭ বছর পর দেখা মিলল হারিয়ে যাওয়া ফুলের

৯৭ বছর পর দেখা মিলল হারিয়ে যাওয়া ফুলের

অনেকে ধরেই নিয়েছিল এ ফুলের দেখা আর কোনো দিনও পাওয়া যাবে না। কিন্তু বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে সে অসাধ্য সাধন হলো। কারণ সম্প্রতি হাইতিতে সংরক্ষণবীদরা একটি স্থানীয় ম্যাগনোলিয়া গাছ খুঁজে পেয়েছেন। আর সে কারণে প্রায় ৯৭ বছর পর সেই প্রজাতীর ফুলের দেখা পাওয়া গেল। নির্বিচারে বনভূমি সাফ করায় হারিয়ে গিয়েছিল এ বিশেষ প্রজাতির গাছটি। ম্যাগনোলিয়ার যে গাছটি সম্প্রতি খুঁজে পাওয়া গেছে তদার ফুল পুরোপুরি সাদা রঙের। পাতার আকৃতি দেখেই গাছটি চিনতে পেরেছিলেন বিজ্ঞানীরা। এটির নাম ইমারজিনাটা। এ গাছ বর্তমানে বিপন্ন। সাম্প্রতিক এ আবিষ্কারের মাধ্যমে হাইতির বন সংরক্ষণে নতুন আশার আলো দেখা দিয়েছে। হাইতি একটি ক্যারিবিয়ান দেশ এবং বন স্থান হ্রাসের কারণে, দেশের মূল বনের মাত্র ১ শতাংশ অবশিষ্ট রয়েছে। হাইতি ন্যাশনাল ট্রাস্টের একটি দল এ উদ্ভিদ প্রজাতির সন্ধানে হাইতির দীর্ঘতম পর্বতশ্রেণি ম্যাসিফ ডু নর্ডে ভ্রমণ করছে। এ অনুসন্ধানের পেছনে প্রাথমিক কারণ ছিল যে এ বিশেষ প্রজাতিটি উচ্চতর পরিবেশে বেঁচে থাকতে পারে কি না তা খতিয়ে দেখা। অভিযানের তিন দিন পর দলটি একটি গাছ দেখে এবং উন্নয়রে বিভিন্ন পর্যায়ে ষোলোটি ফুলের গাছ আবিষ্কার করে।

প্রকৃতপক্ষে, এমন গাছপালা রয়েছে যা তাদের বৃদ্ধির খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ আবিষ্কারটি বিজ্ঞানীদের মধ্যে আশা জাগিয়েছে যে এ এলাকায় আরও প্রজাতি পাওয়া যাবে এবং সংরক্ষণ করা যাবে।

সর্বশেষ খবর