বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাশিয়া সীমান্তে ফিনল্যান্ডের বেড়া

রাশিয়া সীমান্তে ফিনল্যান্ডের বেড়া

ফিনল্যান্ড নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সঙ্গে সীমান্তে ২০০ কিলোমিটার বেড়া নির্মাণ শুরু করেছে। দেশটির বর্ডার গার্ড জানিয়েছে, এ বেড়া ৩ মিটার (১০ ফুট) উঁচু হবে এবং এর ওপরে কাঁটাতার থাকবে। বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে দীর্ঘতম সীমান্ত আছে ফিনল্যান্ডের। এর দৈর্ঘ্য ১ হাজার ৩৪০ কিলোমিটার (৮৩২ মাইল)। বর্তমানে, রাশিয়া সীমান্তে ফিনল্যান্ডের সীমানাগুলো প্রাথমিকভাবে হালকা কাঠের বেড়ার দিয়ে ঘেরা। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া থেকে পালিয়ে যাওয়াদের সংখ্যা বাড়ার কারণে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড। মঙ্গলবার ফিনল্যান্ডের বনবিভাগের ছাড়পত্র পাওয়ার পর ইমাত্রা সীমান্ত পারাপার এলাকায় বেড়া তৈরির কাজ শুরু হয়েছে। আর পুরোদমে রাস্তা নির্মাণ এবং বেড়া স্থাপনের কাজ এ মাসেই শুরুর পরিকল্পনা রয়েছে। বেড়ার কিছু অংশে থাকবে নাইট ভিশন ক্যামেরা এবং লাউডস্পিকার, এ ছাড়া থাকবে আলোর ব্যবস্থা। যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে দুই দেশ। এর মধ্যে একটি ফিনল্যান্ড অন্যটি সুইডেন। তবে ফিনল্যান্ড সুইডেনের তুলনায় কম কূটনৈতিক বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে ফিনল্যান্ড মঙ্গলবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোতেও যোগদানের দ্বারপ্রান্তে চলে এসেছে।

সর্বশেষ খবর