সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
রাহুলের মতোই মন্তব্য

এখন কী হবে বিজেপি নেত্রী খুশবুর

এখন কী হবে বিজেপি নেত্রী খুশবুর

খুশবু

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দুই বছরের কারাদন্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন জোর আলোচনা তখন সামনে এসেছে এক বিজেপি নেত্রীর একই ধরনের একটি টুইট। খুশবু সুন্দর নামে ওই বিজেপি নেত্রী টুইটটি করেন ২০১৮ সালে, যখন তিনি কংগ্রেসের সদস্য ছিলেন। টুইটে খুশবু বলেন, ‘সব জায়গায় মোদি, কিন্তু এটা কী? ‘মোদি’ পদবি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত।’

হিন্দিতে লেখা সেই টুইটের অর্থ ছিল, ‘এখানে #মোদি, ওখানে #মোদি, যেখানে দেখ, #মোদি। কিন্তু #মোদি... আসলে কি? প্রতিটি #মোদি শব্দের আগে ভ্রষ্টাচার লেগে আছে...#মোদি মানে #ভ্রষ্টাচার। চল #মোদি নামের অর্থ পাল্টে দুর্নীতি করে দেই... এটা ভালো যাবে। নীরব#ললিত#নামো=দুর্নীতি।’ প্রায় একই ধরনের মন্তব্য করে দন্ডিত হয়েছেন রাহুল গান্ধী। আর এই ঘটনার পরই ভাইরাল হয়েছে বিজেপি নেত্রী খুশবুর টুইট। ২০১৮ সালের টুইট করা সেই মন্তব্য তাঁকে এখন চুলার টগবগে ফুটন্ত পানিতে ফেলেছে। তবে খুশবু তখন কংগ্রেসের সদস্য ছিলেন। এ বিষয়ে খুশবু সাংবাদিকদের বলেন, এ জন্য তিনি মোটেও লজ্জিত নন। কেননা কংগ্রেসে থাকাকালীন মোদি পদবি নিয়ে ওই টুইট করেছিলেন। তখন নেতাদের অনুসরণ করে কংগ্রেসের ভাষাতেই কথা বলেন।

সর্বশেষ খবর