আকাশে জমা কালো মেঘে অশনিসংকেত দেখছেন মার্কিন বাসিন্দারা। যেকোনো মুহূর্তেই আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়। এক সপ্তাহ ধরে দক্ষিণ-মধ্য ও পূর্ব আমেরিকায় টর্নেডোর দাপট দেখা যাচ্ছে। এর মধ্যে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিকে সঙ্গী করে আঘাত হানা প্রচ- ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যপশ্চিমাঞ্চলের বড় অংশ; পূর্ব দিকে এগিয়ে চলা শক্তিশালী এ টর্নেডোতে ইতোমধ্যে ২৬ জনের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার খবর মিলেছে। টর্নেডোয় এ পর্যন্ত সব থেকে বেশি প্রভাবিত হয়েছে টেনেসি। শনিবার টেনেসি প্রশাসনের তরফে জানানো হয়, ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, প্রচুর ঘরবাড়ি ভেঙে গিয়েছে, উপড়ে গিয়েছে প্রচুর গাছপালা। অন্যদিকে আরকানসাস, মিসিসিপি ও আলাবামাতেও টর্নেডোয় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। টর্নেডোর জেরে ক্ষয়ক্ষতি হয়েছে ইন্ডিয়ানা ও ইলিওনইসেও। শনিবারই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, বর্তমানে ঘূর্ণিঝড়ের অভিমুখ আমেরিকার পূর্ব উপকূলের দিকে রয়েছে। গতকালও দিনভর ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। আইওয়া থেকে মিসিসিপি, একাধিক শহরে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে।